বাকৃবিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 'র স্মরণে শোকসভা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ‘সোনালী দল’-এর আয়োজনে বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কমপ্লেক্সে দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।সোনালী দলের সভাপতি প্রফেসর ড. আলী রেজা ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. খাইরুল হাসানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার।
শোকসভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগ ও শাখা প্রধানসহ বিভিন্ন স্তরের শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় বক্তাগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গৌরবময় জীবনালেখ্য নিয়ে আলোচনা করেন। শোকসভায় তাঁদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।