Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাকৃবিতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মযজ্ঞ নিয়ে তথ্য প্রদর্শনী অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ‘সোনালী দল’-এর উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে তাঁর জীবন ও কর্মযজ্ঞ নিয়ে এক বিশেষ তথ্য প্রদর্শনীর আয়োজন করা হয়। বুধবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন করিডোরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সোনালী দলের সভাপতি প্রফেসর ড. আলী রেজা ফারুকের সভাপতিত্বে এবং আয়োজক কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. শরীফ-আর-রাফীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো. বাহানুর রহমান, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মাসুম আহমাদ, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হকসহ অন্যান্য শিক্ষক নেত্রীবৃন্দ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ,কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তথ্য প্রদর্শনীর মাধ্যমে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক পথচলা, দেশ ও জনগণের কল্যাণে তাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং তাঁর বর্ণাঢ্য জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতেই সোনালী দলের পক্ষ থেকে এই বিশেষ আয়োজন করা হয়।

Publish Date: 07 Jan, 2026