বাকৃবিতে সাংবাদিকদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠিত


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট(জিটিআই) এর আয়োজনে বাকৃবি সাংবাদিক সমিতির অংশগ্রহণে সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বিকেল ৪:০০টায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 'Training on Ethical Innovation, Data-driven Journalism and AI Reporting" শীর্ষক উক্ত প্রশিক্ষণের সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইঁয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক। জিটিআই পরিচালক প্রফেসর ড. মো: মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে এবং তাসমিম সিদ্দকা ও তাহমিনা সোনিয়া'র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী সাঈদা জাহান খুকী। আরো বক্তব্য রাখেন বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি কৃষিবিদ মো: হাবিবুর রহমান রনি ও উক্ত ট্রেনিং কমিটির আহবায়ক মুসাদ্দিকুল ইসলাম তানভীর।এছাড়াও তিনজন প্রশিক্ষনার্থী তাদের অনুভুতি ব্যক্ত করেন।পরে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিক সমিতির পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অনুষ্ঠানের সভাপতিকে সন্মাননা সনদ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন,একজন সাংবাদিক হিসেবে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে কোথাও ভুল বা অসঙ্গতি থাকলে তা ইতিবাচকভাবে তুলে ধরে সংশোধনের পথ দেখানোও সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য। তিনি আরো বলেন ,প্রশিক্ষণ সবার জন্যই প্রযোজ্য। এটি জ্ঞান ও দক্ষতাকে নিয়মিত হালনাগাদ করে পেশাগত সক্ষমতা বাড়াতে সহায়তা করে। তিনি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে যাঁরা পূর্ব থেকে সাংবাদিকতায় যুক্ত ছিলেন, তাঁদের জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ হয়েছে। আর যাঁরা এ ধরনের প্রশিক্ষণে নতুন, তাঁদের জন্য এই কোর্সটি আরও বেশি উপকারী হয়েছে। আগামীতেও সাংবাদিকরা তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী ছাড়াও আমন্ত্রিত শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সপ্তাহব্যাপী এই প্রশিক্ষনে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত বাকৃবি সাংবাদিক সমিতির ১৮ জন সাংবাদিক ও ২ জন জনসংযোগ কর্মকর্তা অংশ নেন।