বছরের প্রথম দিনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ২০২৬ সালের বই বিতরণ উৎসব


নতুন বছরের প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) হাই স্কুলে ‘বই বিতরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন এবং এর মাধ্যমে নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মাবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: শহীদুল হক, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রফেসর ড. মো: আবদুল আলীম, প্রক্টর এবং কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন, রেজিস্ট্রার, বাকৃবি। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (০১/০১/২৬) সকাল ১০টায় কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়। বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং নতুন বছরে সকলের সাফল্য কামনা করেন।