বাকৃবিতে নতুন ভবনসমূহের জন্য আর.সি.সি. রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন ভবনসমূহের জন্য আর.সি.সি. রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো. মোশাররফ উদ্দিন ভূঞা, প্রক্টর প্রফেসর ড. মো. আব্দুল আলীম, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবিরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ভাইস চ্যান্সেলর বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ক্যাম্পাসের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা আরও সুগম ও আধুনিক হবে, যা শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের দৈনন্দিন চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি আরো বলেন , নতুন নির্মিত . রাস্তার দু’পাশে পরিকল্পিতভাবে সবুজায়ন নিশ্চিত করতে হবে। এসময় তিনি সারিবদ্ধ বৃক্ষরোপণ, সৌন্দর্যবর্ধন এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।