Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাকৃবিতে নতুন প্রতিষ্ঠিত ইন্সটিটিউটের জন্য কোর্স কারিকুলা ও সিলেবাস প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি) এর নব প্রতিষ্ঠিত 'ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি' এর আয়োজনে কৃষি অনুষদীয় কনফারেন্স রুমে একটি পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ০৪ ডিসেম্বর ২০২৫, বৃহষ্পতিবার সকাল ১০.৩০টায় 'বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ বি.এস.সি ডিগ্রির জন্য কোর্স কারিকুলাম প্রণয়ন' উক্ত পরামর্শ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইঁয়া। ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি এর পরিচালক প্রফেসর ড. মো: শহীদুল হক এর সভাপতিত্বে মঞ্চে আরো উপস্থিত ছিলেন প্রফেসর(অব:) ড. মো: গোলাম রাব্বানী, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি.এম. মুজিবুর রহমান, ভেটেনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো: বাহানুর রহমান।
বায়োটেকনোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. ফাহমিদা খাতুন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কোর্স কারিকুলাম ডেভেলপমেন্ট কমিটির আহবায়ক প্রফেসর ড. মো: শহীদুল ইসলাম। এছাড়াও মুক্ত আলোচনায় ডিনবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এই কোর্স কারিকুলাম প্রণয়ন কমিটিকে ধন্যবাদ জানান এবং বলেন মুক্ত আলোচনায় যেসমস্ত পরামর্শগুলো এসেছে ও যেসমস্ত লিখিত পরামর্শ গুলো আসবে সেগুলো যেন পরিশুদ্ধভাবে সংযুক্ত করা হয়। তিনি 'বায়োটেকনোলজি এন্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং' ডিগ্রির উপর বিশ্বের নামকরা কমপক্ষে পাঁচটি বিশ্ববিদ্যালয় কিংবা ইন্সটিটিউটের কারিকুলা লেআউট সংগ্রহ করে সেগুলোর সাথে মিল রেখে একটা যথোপযুক্ত সময়োপযোগী কারিকুলা তৈরীর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রণ করেন।

Publish Date: 04 Dec, 2025