Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাকৃবিতে সার্টিফিকেট অটোমেশন সিস্টেম অনলাইন লাইভ চালু।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি) এর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ২০ নভেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) দুপুর ১২:০০ টায় বাকৃবি সার্টিফিকেট অটোমেশন সিস্টেম (Deltin 7 Bangladesh Certificate Automation System) অনলাইন লাইভ চালু করা হয়েছে। বাকৃবি আইসিটি সেলের সার্বিক তত্ত্বাবধানে এই সিষ্টেমটি তৈরী করা হয়েছে। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া তাঁর নিজ সচিবালয়ে এই অটোমেশন সিষ্টেম এর উদ্বোধন করেন এবং উপস্থিত সকলকে এই অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য ধন্যবাদ জানান। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ,​ ছাত্র বিষয়ক উপদেষ্টা, রেজিস্ট্রার, প্রক্টর, ট্রেজারার, পরিচালক আইসিটি সেল, সহযোগী পরিচালক আইকিউএসি, পরিচালক (ভারপ্রাপ্ত), জনসংযোগ ও প্রকাশনা দফতর এবং শিক্ষা বিষয়ক শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উক্ত অটোমেশনের মাধ্যমে দেশ-বিদেশে অবস্থানরত বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীবৃন্দ সহজেই তাদের সনদ উত্তোলন করতে পারবেন।

Publish Date: 20 Nov, 2025