বাকৃবিতে সার্টিফিকেট অটোমেশন সিস্টেম অনলাইন লাইভ চালু।


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি) এর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ২০ নভেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) দুপুর ১২:০০ টায় বাকৃবি সার্টিফিকেট অটোমেশন সিস্টেম (Deltin 7 Bangladesh Certificate Automation System) অনলাইন লাইভ চালু করা হয়েছে। বাকৃবি আইসিটি সেলের সার্বিক তত্ত্বাবধানে এই সিষ্টেমটি তৈরী করা হয়েছে। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া তাঁর নিজ সচিবালয়ে এই অটোমেশন সিষ্টেম এর উদ্বোধন করেন এবং উপস্থিত সকলকে এই অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য ধন্যবাদ জানান। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ছাত্র বিষয়ক উপদেষ্টা, রেজিস্ট্রার, প্রক্টর, ট্রেজারার, পরিচালক আইসিটি সেল, সহযোগী পরিচালক আইকিউএসি, পরিচালক (ভারপ্রাপ্ত), জনসংযোগ ও প্রকাশনা দফতর এবং শিক্ষা বিষয়ক শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উক্ত অটোমেশনের মাধ্যমে দেশ-বিদেশে অবস্থানরত বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীবৃন্দ সহজেই তাদের সনদ উত্তোলন করতে পারবেন।