Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাকৃবিতে Precision Breeding to Transform Dairy Excellence in Bangladesh through Cutting-Edge Genomic and Reproductive Biotechnologies" শীর্ষক প্রকল্পের প্রারম্ভিক কর্মশালা” অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের আয়েজনে শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকাল ১১:৩০ ঘটিকায় পশু পালন অনুষদের কনফারেন্স হলে ''Precision Breeding to Transform Dairy Excellence in Bangladesh through Cutting-Edge Genomic and Reproductive Biotechnologies'' শীর্ষক প্রকল্পের প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) এর অর্থায়নে এবং পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ সামছুল আলম ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রারম্ভিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, ডিন, পশু পালন অনুষদ, প্রফেসর ড. মোঃ হাম্মাদুর রহমান, পরিচালক, বাউরেস, প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ উদ্দীন ভূঁঞা, পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), পরিকল্পনা ও উন্নয়ন শাখা।
পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের সহকারী প্রফেসর রফিকুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. মুনির হোসেন, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগ। প্রকল্প ও কর্মশালার মূল প্রতিপাদ্য সম্পর্কে আলোচনা করেন প্রফেসর ড. মোহাম্মদ সামছুল আলম ভূঁঞা, বিভাগীয় প্রধান, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্রফেসর ড. অভিজিৎ সাহা অপু, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগ।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া গবেষণা প্রকল্পটিতে এমএস ও পিএইচডি শিক্ষার্থীদের পাশাপাশি স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদেরও গবেষণা কাজে আগ্রহী করে গড়ে তোলার লক্ষ্যে প্রযোজ্য ক্ষেত্রে যুক্ত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। তিনি আশা প্রকাশ করেন যে এই প্রকল্পের সাথে জড়িত সকল সদস্য অত্যন্ত নিবিড়ভাবে সকল সূচক মেনে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং এটি প্রাণীসম্পদ খাতে উৎপাদনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে । তিনি এই প্রকল্পের সফলতা কামনা করেন।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Publish Date: 15 Nov, 2025