বাকৃবিতে ''Development of Climate -Adaptive Aqua- Farming for Commercially Important Freshwater and Marine Fish in the Face of Climate Change in Bangladesh'' শীর্ষক প্রকল্পের প্রারম্ভিক কর্মশালা” অনুষ্ঠিত


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে এবং হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) প্রকল্প এর অর্থায়নে শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর ২০২৫ (শনিবার) সকাল ১০:৩০ ঘটিকায় মাৎস্য বিজ্ঞান অনুষদের কনফারেন্স হলে ''Development of Climate -Adaptive Aqua- Farming for Commercially Important Freshwater and Marine Fish in the Face of Climate Change in Bangladesh'' শীর্ষক প্রকল্পের প্রারম্ভিক কর্মশালায় সভাপতিত্ব করেন ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. কাইজার আহমেদ সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার, ডিন, মাৎস্য বিজ্ঞান অনুষদ, প্রফেসর ড. মোঃ সামছুল আলম, কোঅর্ডিনেটর, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি, প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ উদ্দীন ভূঁঞা, পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), পরিকল্পনা ও উন্নয়ন শাখা। ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী বিপাশা সাহার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. সালেহা খান, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগ এবং অনুষ্ঠিত কর্মশালা সম্পর্কেবিস্তারিত উপস্থাপন করেন ড. মোঃ আল ইমরান, সহযোগী প্রফেসর, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগ।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, গবেষণা প্রকল্পটি দেশের মৎস্য সম্পদের উন্নয়ন ও এর ব্যাপক বিস্তারে ভূমিকা রাখবে বলে আশা করছি । তিনি এমএস ও পিএইচডি শিক্ষার্থীদের পাশাপাশি স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদেরও গবেষণা কাজে আগ্রহী করে গড়ে তোলার লক্ষ্যে প্রযোজ্য ক্ষেত্রে এরকম প্রকল্পে যুক্ত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। তিনি এই প্রকল্পের সাথে জড়িত সকল সদস্যদের অত্যন্ত দায়িত্বশীলতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার অনুরোধ করেন এবং প্রকল্পের সার্বিক সফলতা কামনা করেন।
কর্মশালা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।