বাকৃবিতে নবনির্মিত ফিল্ড ল্যাব এবং বিভাগীয় এনিমেল ব্রিডিং ল্যাবরেটরী উদ্বোধন


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি) এর এনিমেল ব্রিডিং এন্ড জেনেটিক্স ডিপার্টমেন্টের অধীনে কৃত্রিম প্রজনন কেন্দ্রের নবনির্মিত ফিল্ড ল্যাব এবং সংশ্লিষ্ট অনুষদে বিভাগীয় এনিমেল ব্রিডিং ল্যাবরেটরীর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর ২০২৫, সোমবার দুপুর ১২.০০ টায় কৃত্রিম প্রজনন কেন্দ্রে ফিল্ড ল্যাব উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এনিমেল ব্রিডিং এন্ড জেনেটিক্স ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ড. সামছুল আলম ভূঁঞার পরিচালনায় উক্ত উদ্বোধনীতে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক, পশু পালন অনুষদের ডীন প্রফেসর ড. মো: রুহুল আমীন, প্রভোস্ট পরিষদের আহবায়ক প্রফেসর ড. মো: রুহুল আমীন, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো: মোশাররফ উদ্দিন ভূঁঞা , প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন, প্রফেসর ড. মো: আলী রেজা ফারুক, প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার, প্রধান প্রকৌশলী মো: আতিকুর রহমান, পশুপালন অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ, জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত খামার তত্ত্বাবধায়ক মো: জিয়াউর রহমানসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। উদ্বোধনের পর ভাইস-চ্যান্সেলর উক্ত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। তিনি একই সময়ে কৃত্তিম প্রজননের ষাঁড়ের শেডটিও পরিদর্শন করেন। পরবর্তীতে দুপুর ১২.৩০টায় পশু পালন অনুষদে এনিমেল ব্রিডিং ল্যাবরেটরীর উদ্বোধন করেন।উক্ত ল্যাবরেটরিতে ছাত্র-ছাত্রীদের জন্য ১২টি কম্পিউটারসহ একাধিক আধুনিক সুবিধা সংযুক্ত রয়েছে।