Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাকৃবি কর্তৃক প্রাণিসম্পদ অধিদপ্তরকে ডাক প্লেগ ভ্যাকসিন সিড হস্তান্তর।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের আয়োজনে এবং এলডিডিপি, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে ০৫/০২/২০২৫ তারিখ (বুধবার) সকাল ১১:০০ টায় ভেটেরিনারি অনুষদীয় মেডিসিন বিভাগের কনফারেন্স হলে মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগ কর্তৃক প্রাণিসম্পদ অধিদপ্তরকে ডাক প্লেগ ভ্যাকসিন সিড হস্তান্তর করা হয়।
ভেটেরিনারি অনুষদের ডিন এবং ডাক প্লেগ ভ্যাকসিন সিড প্রকল্পের প্রধান গবেষক প্রফেসর ড. মোঃ বাহানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ভ্যাকসিন সিড হস্তান্তর করেন। এ সময় তিনি ডাক প্লেগ ভ্যাকসিন আবিষ্কারের ফলে বাংলাদেশের হাঁস খামারিরা উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই ভ্যাকসিন উৎপাদন প্রকল্পের সাথে জড়িত সকল গবেষকবৃন্দকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার, ডিন, মাৎস্য বিজ্ঞান অনুষদ এবং আহবায়ক, ডিন পরিষদ, প্রফেসর ড. মোঃ আব্দুল মজিদ, ডিন, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, প্রফেসর ড. মোঃ হাম্মাদুর রহমান, পরিচালক বাউরেস, প্রফেসর ড. মাসুম আহমাদ, কীটতত্ত্ব বিভাগ, প্রফেসর ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) , প্রফেসর ড. মো: আবদুল আলীম, প্রক্টর, প্রফেসর ড. মো: মাহবুব আলম, পরিচালক, আইআইএফএস, কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ড. মোঃ জাহাঙ্গীর হোসেন, সিটিসি, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), ওয়াহিদুল আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ময়মনসিংহ এবং ডাঃ মোঃ নাহিদ ইসলাম, পরিচালক, ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট, ময়মনসিংহ।
মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের সহকারী প্রফেসর ডাঃ সাদিয়া আফরিন পুনমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. কে.এইচ.এম. নাজমুল হুসাইন নাজির, বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের প্রফেসর এবং ডাক প্লেগ ভ্যাকসিন সিড প্রকল্পের সহযোগী গবেষক ড. মোহাম্মদ ফেরদৌসুর রহমান খান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Publish Date: 05 Nov, 2025