বাকৃবিতে আইকিউএসি আয়োজিত “Adaptation and Implementation of BNQF” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল(আইকিউএসি) এর তত্ত্বাবধানে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষকদের অংশগ্রহণে অনুষদীয় কনফারেন্স রুমে ৪নভেম্বর ২০২৫, মঙ্গলবার সকাল ১০.০০টায় "Adaptation and Implementation of BNQF” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং সহযোগী পরিচালক প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুখের সঞ্চালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: তাজ উদ্দিন এবং মূল বিষয়ের ওপর আলোচক হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: আলী রেজা ফারুক ও প্রফেসর ড. রমিজা বেগম।
প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, অত্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের গুণগত মান এই প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও স্বীকৃতি লাভ করবে। তিনি আশা প্রকাশ করেন যে, বিশ্ববিদ্যালয়কে আরও উন্নত ও অগ্রসর করতে আইকিউএসি’র (IQAC) এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভাইস-চ্যান্সেলর আরও বলেন, “আমরা যেন আমাদের বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক মানের একই প্ল্যাটফর্মে প্রতিষ্ঠিত করতে পারি—সে লক্ষ্যে আইকিউএসি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। নতুন প্রজন্ম যেন জানতে পারে, আমরা কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করেছি।”
উল্লেখ্য, উক্ত কর্মশালায় কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের ৩৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।