
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অর্থায়নে এবং গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই)-এর ব্যবস্থাপনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহে বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের জন্য ২৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ০৩ নভেম্বর ২০২৫, সোমবার সকাল ০৯:৩০টায় জিটিআই শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি.এম.মুজিবুর রহমান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন।জিটিআই-এর পরিচালক প্রফেসর ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং লেকচারার আইরিন আক্তার এবং লেকচারার ডাঃ মোঃ সবুজ রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের পেশাগত উৎকর্ষ সাধনে এই প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং তিনি সকল প্রশিক্ষণার্থীর সাফল্য কামনা করে উক্ত কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক (অতিরিক্ত দায়িত্ব)প্রফেসর ড. মোঃ মোশাররফ উদ্দীন ভূঞা, প্রক্টর প্রফেসর ড. মো: আবদুল আলীম, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, জিটিআই-এর প্রফেসর ড. মো: নজরুল ইসলাম, ট্রেজারার (ভারপ্রাপ্ত ) সাজ্জাদ মন্ডল , ডেপুটি রেজিস্ট্রার (সংস্থাপন-১) ড. এ.কে.এম. মাহবুবুর রশীদ গোলাপ ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ মোঃ আসাদুল হক, জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উল্লেখ্য, ২৫ দিনব্যপী এই প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন ।
Publish Date: 03 Nov, 2025