Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাকৃবিতে ৩য় শ্রেণীর কর্মচারীদের কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই) এর তত্ত্বাবধানে আয়োজিত "Basics of MS Office" শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণী রবিবার (০২ নভেম্বর ২০২৫ ) দুপুর ১২.৩০টায় জিটিআই শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন। জিটিআই পরিচালক প্রফেসর ড. মো: মোজাম্মেল হক এর সভাপতিত্বে এবং লেকচারার ডাঃ মোঃ সবুজ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যা কিছু শিখেছেন তা বিশ্ববিদ্যালয়ের কাজে সুন্দরভাবে প্রতিফলন ঘটাতে হবে এবং নিজেদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে নিজের দক্ষতা প্রমাণ করতে হবে। পরে ভাইস-চ্যান্সেলর প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো: আবদুল আলীম, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, ট্রেজারার (ভারপ্রাপ্ত ) সাজ্জাদ মন্ডল, ডেপুটি রেজিস্ট্রার (সংস্থাপন-১) ড. এ.কে.এম. মাহবুবুর রশীদ গোলাপ, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান ফৌজিয়া আক্তার, জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। উল্লেখ্য, দুই সপ্তাহব্যপী এই প্রশিক্ষণ কোর্সে বাকৃবির বিভিন্ন বিভাগের ৩০জন কর্মচারি অংশগ্রহণ করেন ।

Publish Date: 02 Nov, 2025