Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাকৃবিতে কৃষি গুচ্ছের ১৪তম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বেলা ১১টা ৩০ মিনিটে ভাইস-চ্যান্সেলর বাংলোতে কৃষি গুচ্ছের ১৪তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরবৃন্দ, টেকনিক্যাল কমিটির আহবায়ক, বাকৃবি'র রেজিস্ট্রার, ট্রেজারার ও শিক্ষা বিষয়ক শাখার এডিশনাল রেজিস্ট্রারবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সভায় বাকৃবি ভাইস-চ্যান্সেলর বলেন, “কোনো ধরনের প্রশ্নবিদ্ধতা ছাড়াই আমরা সফলভাবে কৃষি গুচ্ছ ভর্তি সম্পন্ন করেছি। এজন্য সংশ্লিষ্ট সকল বিশ্ববিদ্যালয়, ভর্তি কমিটি, টেকনিক্যাল কমিটি, ভর্তি তথ্য সেল, রেজিস্ট্রার শাখা, শিক্ষা শাখা ও কোষাধ্যক্ষ দফতরসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।"
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরবৃন্দ একটি সুষ্ঠু, স্বচ্ছ ও সফল ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এর আগে সকাল ১০টায় কৃষি অনুষদের কনফারেন্স হলে কৃষি গুচ্ছ ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আন্তঃবিশ্ববিদ্যালয় মাইগ্রেশনকৃত শিক্ষার্থীদের মূল সনদপত্র সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিকট হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া উক্ত কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীন, অতিরিক্ত রেজিস্ট্রার (শিক্ষা), কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক উপস্থিত ছিলেন।

Publish Date: 31 Oct, 2025