বাকৃবিতে স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীদের জন্য বীজ প্রযুক্তি বিষয়ক স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারে অত্র বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩০ অক্টোবর ২০২৫, বুধবার সকাল ৯.৩০টায় "শর্ট ট্রেনিং কোর্স অন সীড টেকনোলজি" শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান, ডিন কৃষি অনুষদ, প্রফেসর ড. মো: শহীদুল হক, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রফেসর ড. হুমায়ুন কবির, ট্রেজারার, প্রফেসর ড. ইসলাম হামিম, প্রধান উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ। সীড প্যাথলজি সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পূর্ণিমা দে'র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ও কোর্স কো-অর্ডিনেটর ড. মো: মাহমুদুল হাসান চৌধুরী। বক্তব্য রাখেন প্রফেসর ড. মো: আইয়ুব আলী, প্রফেসর ড. মো: শাজাহান মঞ্জিল। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বীজের প্রযুক্তি বিষয়ক এই প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, সে জন্য তিনি অত্যন্ত মনোযোগের সাথে এই প্রশিক্ষণ সম্পন্ন করার পরামর্শ দেন এবং এই প্রশিক্ষণের সফলতা কামনা করেন। অত্র বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণার্থীদের চাকুরী, বিদেশী স্কলারশিপ, প্রফেশনাল অর্গানাইজেশনের জন্য কৃষি সেক্টরকে লিড দিয়ে কিভাবে বাকৃবিকে এগিয়ে নেয়া যায় সেলক্ষ্যে স্নাতকোত্তর শিক্ষার্থীদের এগিয়ে আসার জন্য তিনি আহবান জানান। তিনি এসব ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক ও অন্যান্য সহায়তার পূর্ণ প্রতিশ্রুতি দেন ।
উল্লেখ্য, ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে সর্বমোট ২৫ জন স্নাতকোত্তর শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন ।