বাকৃবিতে কৃষি গ্রাজুয়েটদের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে HEAT প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 'কৃষি গ্রাজুয়েটদের গুনগত মান বৃদ্ধির জন্য কৃষি শিক্ষার রূপান্তর বিষয়ক 'হায়ার এডুকেশন ফর এগ্রিকালচারাল ট্রান্সফরমেশন’(HEAT) প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাকৃবির কৃষি অনুষদ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালটি ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার সকাল ১১.০০টায় কৃষি অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. জি. এম. মুজিবুর রহমান, প্রকল্পের ব্যাবস্থাপনা বিশেষজ্ঞ প্রফেসর ড. মো. মোজাহার আলী এবং কৃষি অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. এম .জহির উদ্দিন। প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক প্রফেসর ড. মাসুম আহমাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হিট প্রকল্পের এএসপিএমআই প্রফেসর ড. আবু জোফার মোঃ মোসলেহ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আমরা প্রত্যেকেই যদি আমাদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকি তাহলে আমরা আমাদের কাজগুলো আরও নিষ্ঠা ও দক্ষতার সাথে সম্পন্ন করতে পারবো। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ থেকে তাত্ত্বিক জ্ঞান অর্জন করে, আর মাঠ পর্যায়ে ব্যবহারিক কাজের মাধ্যমে সেই জ্ঞানকে দক্ষতায় রূপান্তরিত করে এবং এই দুই এর সমন্বয়ে কোয়ালিটি গ্রাজুয়েট তৈরী হয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদের প্রাকটিক্যাল শিক্ষার প্রতি গুরুত্ত্বারোপ করতে হবে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মোঃ মফিজুর রহমান জাহাঙ্গীর। প্রফেসর ড. মোঃ হারুন অর রশীদের সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংগ্রগ্রহণ করেন প্রফেসর ড. মো: আব্দুল আওয়াল, প্রফেসর ড. মোঃ ওবায়েদুল ইসলাম, প্রফেসর ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন হাওলাদার, প্রফেসর ড. মাহাবুবা জাহান, প্রফেসর ড. মোঃ খন্দকার নাসিরউদ্দিন, ড. সালমা লাইজু প্রমুখ। কর্মশালায় প্রায় দুই শতাধিক শিক্ষক, গবেষক, কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।