বাকৃবিতে কর্মচারীদের জন্য ই-রিটার্ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল(আইকিউএসি) এর উদ্যোগে অত্র বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের অংশগ্রহণে ২৩ অক্টোবর ২০২৫, বৃহষ্পতিবার বিকাল ৩.০০টায় কৃষি অনুষদীয় কনফারেন্স হলে "ই-রিটার্ন সাবমিশন এন্ড স্মার্ট ট্যাক্স এডমিনিস্ট্রেশন ইন ডেভেলপিং ইকোনোমিস" শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন এবং ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ডেপুটি ট্রেজারার হারুনুর রশীদ। আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং সহযোগী পরিচালক প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুখের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির, এছাড়াও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন এবং আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার। প্রধান পৃষ্ঠপোষক এর বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া অংশগ্রহণকারী সকলকেই শুভেচ্ছা জানিয়ে বলেন, এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীবৃন্দ শুধুমাত্র অফিসেই নয় বরং তাদের ব্যাক্তিগত ও পারিবারিক বিভিন্ন কাজে বিশেষ সুবিধা পাবেন। যে সমস্ত কর্মচারী ট্যাক্স প্রদানের আওতার বাইরে তারাও এই প্রশিক্ষণের মাধ্যমে সুবিধাভোগী হবেন। যেমন জমি ক্রয় করার ক্ষেত্রেও টিআইএন অবশ্যই দরকার হয়। তিনি আরো বলেন, আমরা সবাই বাকৃবি পরিবারের সদস্য। অত্র বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক কর্মচারীর যেমন প্রয়োজনীয়তা রয়েছে, তেমনিভাবে কর্মচারীদেরও দায়িত্ব, কর্তব্য এবং জবাবদিহিতা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এসময় তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে একজন কর্মী তার দক্ষতা দিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যায়। ভবিষ্যতে এরকম দক্ষতা সম্পন্ন কর্মচারীদেরকে বিশেষ বিবেচনায় দ্রুত পদোন্নতি প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উল্লেখ্য, দিনব্যাপী পরিচালিত উক্ত কর্মশালায় বাকৃবির বিভিন্ন বিভাগ এবং শাখার ১০০ জন কর্মচারী অংশ নেন।