বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক বালাই ব্যবস্থাপনা' শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপণী অনুষ্ঠিত


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তিন দিনব্যাপী ‘জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক বালাই ব্যবস্থাপনা' শীর্ষক প্রশিক্ষণের সমাপনী ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার বেলা ৩ ঘটিকায় প্রফেসর গোলাম আলী ফকির সিড প্যাথলজি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের আয়োজনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এর সহযোগিতায় প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শহীদুল হক, এফএও প্রতিনিধি প্রফেসর ড. পরিমল কান্তি বিশ্বাস। অনুষ্ঠানে অন্যানের মাঝে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন ও প্রকল্পের টিম লিডার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ। এছাড়া প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ইসরাত জাহান ও মোঃ আল আমিন। প্রশিক্ষণে কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, এমএস ছাত্র-ছাত্রী, কীটনাশক বিক্রেতা, আইপিএম প্র্যাকটিশনার, কৃষকসহ মোট ২২জন অংশ গ্রহণ করেন। পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।