Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
রাস্ট্রের কর্মচারী হিসেবে জনগণের অর্থে পরিচালিত প্রশিক্ষণের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে- প্রশিক্ষণ উদ্বোধনীতে বাকৃবি ভিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি)এর তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট(জিটিআই) এর তত্ত্বাবধানে পরিচালিত "প্রশাসন ও অফিস ব্যবস্থাপনা" শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী ১২ অক্টোবর ২০২৫,রবিবার সকাল ১০.০০টায় জিটিআই শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন ও ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির। জিটিআই পরিচালক প্রফেসর ড. মো: মোজাম্মেল হক এর সভাপতিত্বে এবং লেকচারার তানিয়া আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. বেনতুল মাওয়া।এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, প্রশিক্ষণের কোন বিকল্প নাই এবং চাকরি জীবনে প্রত্যেক কর্মচারীরই প্রশিক্ষণের দরকার আছে।তিনি এই প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন দিক উল্লেখ করে বলেন যে এই কারিকুলাম যথাযথভাবে আয়ত্তের মাধ্যমে অংশগ্রহণকারী কর্মচারীবৃন্দ নিজেদের পেশাগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে। তিনি আরও বলেন, আমরা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী, জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয় কাজেই এই চেতনা ধারণ করেই জনগণের স্বার্থে দেশের স্বার্থে কাজ করে যেতে হবে।তিনি প্রত্যেক কর্মচারীকে শিষ্টাচার মেনে চলতে এবং বিনয়ী হওয়ার আহবান জানিয়ে বলেন, এই বিশ্ববিদ্যালয় আমাদের মাতৃসম, এটার ঐতিহ্য, সুনাম অক্ষুন্ন রেখে প্রত্যেক কর্মচারীকে চাকরীবিধি মেনে যথাযথভাবে অফিসের দায়িত্ব পালন করে যেতে হবে। তিনি এই প্রশিক্ষণের সফলতা কামনা করে শুভ উদ্বোধন ঘোষনা করেন। উক্ত উদ্বোধনীতে আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. জোয়ার্দার ফারুক আহমেদ, প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম,প্রফেসর ড.মোছা: জান্নাতুন নাহার মুক্তা, ডেপুটি রেজিস্ট্রার(সংস্থাপন- ১) ড.এ.কে.এম. মাহবুবুর রশীদ গোলাপ,প্রধান যন্ত্র প্রকৌশলী সালেহ আহমেদ,পরিচালক ক্রীড়া (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো: আসাদুল হক, লাইব্রেরীয়ান(ভারপ্রাপ্ত) রিফাত আরা,অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: মনিরুজ্জামানসহ অন্যান্য আমন্ত্রিত কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, দুই সপ্তাহব্যপী এই প্রশিক্ষণ কোর্সে বাকৃবির বিভিন্ন শাখা থেকে মনোনীত ৩০জন কর্মচারী অংশগ্রহণ করেন।

Publish Date: 12 Oct, 2025