Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাকৃবির কেন্দ্রীয় গ্রন্থাগারে দূর্ঘটনাজনিত অগ্নুৎপাত নিবারণের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সম্মুখে ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার সকাল ১১.০০টায় দূর্ঘটনাজনিত অগ্নুৎপাত নিবারণের লক্ষ্যে প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় লাইব্রেরীয়ান (ভারপ্রাপ্ত) ফৌজিয়া আক্তার এর উদ্যোগে উক্ত প্রশিক্ষণ মহড়ার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন বাকৃবি ফ্যাবল্যাবের পরিচালক প্রফেসর ড. এ.কে. এম. আদহামসহ লাইব্রেরীর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃ্ন্দ। লাইব্রেরীর সকল জনবলের অংশগ্রহণে উক্ত প্রশিক্ষণ মহড়া সফলভাবে সমাপ্তির পর ভাইস-চ্যান্সেলর(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান লাইব্রেরীর বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহ এর কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশন শাখার সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মোমেন মূর্শেদের নেতৃত্বে ৮ জন ফায়ার ফাইটারের তত্ত্বাবধানে পরিচালিত উক্ত প্রশিক্ষণ মহড়ার পাশাপাশি গ্যাসের চুলার আগুন, গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর কলাকৌশলও হাতেকলমে শেখানো হয়। এছাড়াও, বৈদ্যুতিক তারের আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

Publish Date: 28 Sep, 2025