বাকৃবিতে "জুলাই ৩৬" বাস্কেটবল টূর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত পূর্বাশা ক্লাব এর আয়োজনে এবং বাকৃবি ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের সহযোগীতায় "জুলাই ৩৬" বাস্কেটবল টূর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২১আগস্ট ২০২৫, বৃহস্পতিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত উক্ত উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর(অব:) ড. মো: বোরহান উদ্দীন, প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির এবং কৃষিবিদ মো: আসাদুল হক, পরিচালক(ভারপ্রাপ্ত) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ বাকৃবি।পূর্বাশা ক্লাবের সভাপতি প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং প্রধান খামার তত্ত্বাবধায়ক(ভারপ্রাপ্ত) কৃষিবিদ জিয়াউর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির, পরবর্তীতে অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক বলেন একটি সুস্থ জাতি গঠনে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা অতি জরুরি। সুস্থ দেহে সুস্থ মন বাস করে।তিনি ২০২৪ সনের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে পূর্বাশা ক্লাব কর্তৃক "জুলাই ৩৬" বাস্কেটবল টূর্নামেন্টের আয়োজন করায় আয়োজক কমিটিকে বিশেষভাবে ধন্যবাদ জানান। তিনি প্রতিযোগীতার অংশগ্রহণকারী ৭ টি দলকে শুভেচ্ছা জানিয়ে তাদের সফলতা কামনা করেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ড. আসাদুজ্জামান সরকার ২০২৪ সনের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলকে শুভেচ্ছা এবং অভিবাদন জানান। উল্লেখ্য, উক্ত টুর্নামেন্টে ৫দিনে ফাইনালসহ মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।