Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
প্রতি সেমিস্টারে নয়, শুধু প্রবেশন পর্যায়ে উপনীত শিক্ষার্থীদের অভিভাবকের মোবাইলে ফলাফল পৌছে যাবেঃ ভাইস-চ্যান্সেলর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ, কৃষি অনুষদ, মাৎস্যবিজ্ঞান অনুষদ, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এবং ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস) এর (লেভেল-১ সেমিস্টার-১) ব্যাচে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট ২০২৫, রবিবার অত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া নবাগত শিক্ষার্থীদেরকে কঠোর পরিশ্রম ও প্রতিযোগীতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে অত্র বিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ভর্তির সুযোগ পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবনের একেবারে শুরু থেকেই সকল ছাত্র-ছাত্রীদের তিনি পড়াশোনায় মনোযোগী হওয়ার আহবান তিনি। এছাড়াও তিনি বলেন, এগ্রিকালচারাল সায়েন্সে পড়াশোনার মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তায় অবদান রেখে মানব সেবায় আত্মনিয়োগেরও সুযোগ রয়েছে, সেজন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে।
তিনি বিশ্ববিদ্যালয়ের এই উম্মুক্ত পরিবেশে সকল ছাত্র-ছাত্রীদেরকে তাদের মেধার সর্বোচ্চ ব্যাবহারের মাধ্যমে পরিবারের মুখ উজ্জ্বল তথা সমাজ ও দেশের ভাবমূর্তি উন্নয়নের পরামর্শ দেন। শিক্ষা কার্যক্রমে কোন প্রকার শৈথিল্য প্রদর্শন না করার পরামর্শ প্রদান করেন তিনি। সেক্ষেত্রে প্রবেশন স্টেজে উপনীত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দের নিকট অভিযোগ জানানো হবে মর্মে তিনি সতর্ক করেন।
উল্লেখ্য, স্ব-স্ব অনুষদের ডিন মহোদয়গণের সভাপতিত্বে এবং আইআইএফএস এর পরিচালকের সভাপতিত্বে পৃথক পৃথক ওরিয়েন্টেশন প্রোগ্রামে নবাগত ছাত্রছাত্রীবৃন্দকে দিকনির্দেশনা প্রদান করা হয়। এসময় সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Publish Date: 10 Aug, 2025