বাকৃবিতে ফ্যাসিবাদবিরোধী শিক্ষক সমাজ আয়োজনে জুলাই-আগস্ট এর গণঅভ্যুত্থান ও বাংলাদেশী জাতীয়তাবাদ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর জাতীয় দিবস উদযাপন কমিটির তত্ত্বাবধানে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষক সমাজের আয়োজনে ৩ আগষ্ট ২০২৫, রবিবার সন্ধ্য ৭.৩০ মিনিট শিক্ষক কমপ্লেক্সে জুলাই-আগস্ট এর গণঅভ্যুত্থান ও বাংলাদেশী জাতীয়তাবাদ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বাকৃবি সোনালী দলের সভাপতি প্রফেসর ড. মোঃ আলী রেজা ফারুক এর সভাপতিত্বে ও সাধারণ সস্পাদক প্রফেসর ড.আহমদ খায়রুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন,কৃষি অনুষদ ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. জি.এম.মুজিবর রহমান,ডিন ভেটেরিনারি ও সিন্ডিকেট সদস্য প্রফেসর মোঃ বাহানুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক, ডিন মাৎস্যবিজ্ঞান অনুষদ ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার। প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বক্তব্যে বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে অকাতরে যারা রক্ত দিয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ দিয়ে গেছেন তাদেরকে আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি। আমরা তোমাদের ভুলিনি, ভুলবোনা কোনদিন।আলোচনায় অংশ গ্রহণ করেছেন লেকচারার জাওয়াদ রুমি,ড. অনিরুদ্ব সরকার,প্রফেসর ড. আনিসুর রহমান মজুমদার, প্রফেসর ড.ওয়াকিলুর রহমান, প্রফেসর ড.খাইরুল হাসান, প্রফেসর ড.কাজী ফরহাদ কাদির, প্রফেসর ড. আবদুল্লাহ ইকবাল, প্রফেসর ড. মোহাম্মদ আবুল মঞ্জুর খান, প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ, প্রফেসর ড. হুমায়ুন কবির, প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার, প্রফেসর ড. মোঃ মাহবুব আলম, প্রফেসর ড. মোঃ আবুল হাশেম, প্রফেসর ড. মোঃ মকবুল হোসেন, প্রফেসর ড. মোঃ সামছুল আলম প্রমুখ । এছাড়া অনুষ্ঠানের শুরুতে একটি প্রমান্যচিএ দেখানো হয় এবং জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে নিহত-আহতদের স্মরণে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।