Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাকৃবিতে 'জেএসপিএস' প্রোগ্রাম বিষয়ে দিকনির্দেশনামুলক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে ২৮ জুলাই ২০২৫, সোমবার সকাল ১১.০০ টায় জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্স (JSPS) প্রোগ্রামের উপর একটি দিকনির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র-বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক ও প্রফেসর ড. মো: সামছুল আলম, কো-অর্ডিনেটর উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি। BJSPSAA এর প্রেসিডেন্ট প্রফেসর ড. এ.কে.এম. নওশাদ আলমের সভাপতিত্বে এবং প্রফেসর ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন হাওলাদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সেমিনার অর্গানাইজিং কমিটির আহবায়ক ও ইন্টারডিসিপ্লিনারি ইন্সটিটিউট ফর ফুড সিকিউরিটি এর পরিচালক প্রফেসর ড. মো: মাহবুব আলম এবং পরবর্তীতে JSPS এর পরিচালক ও থাইল্যান্ড আঞ্চলিক অফিস প্রধান প্রফেসর হোতানি সেন সে' র ধারণকৃত বক্তব্য প্রচার করস হয়। সেমিনারের মূল বক্তা হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মো: আবদুল কাদের। তিনি বাংলাদেশের উচ্চ শিক্ষায় JSPS এর গুরুত্ব উল্লেখ করেন এবং ২০২৩ সনে ৬২ জন গবেষক এই প্রোগ্রামের আওতায় জাপান যাওয়ার তথ্য প্রদান করেন। মূল বক্তার বক্তব্যের পর সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষক-গবেষকদের মাঝে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন BJSPSAA এর জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. মীর্জা হাসানুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান এধরনের প্রোগ্রাম চালু রাখার জন্যে জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাকৃবির শিক্ষকদের উচ্চশিক্ষার ক্ষেত্রে জাপানের বিশেষ ভূমিকার কথা উল্লেখ করেন এবং এই সেমিনারের মাধ্যমে অংশগ্রহণকারীবৃন্দ উপকৃত হবেন এমন আশাবাদ ব্যক্ত করেন। তিনি তার জাপান অবস্থানকালীন বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেন এবং এই প্রোগ্রামের আওতায় আমাদের শিক্ষক-গবেষকগণ ভবিষ্যতে জাপানে সহজে যেতে পারবেন এমন প্রত্যাশা ব্যাক্ত করেন।
উল্লেখ্য, বাংলাদেশ JSPS অ্যালামনাই অ্যাসোসিয়েশন (BJSPSAA), জাপান সোসাইটি ফর দ্য প্রোমোশন অব সায়েন্স (JSPS) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারে বাকৃবির শিক্ষকবৃন্দ ছাড়াও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট ও বাংলাদেশ মাৎস্য গবেষণা ইন্সটিটিউট এর বৈজ্ঞানিক কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

Publish Date: 28 Jul, 2025