বাকৃবিতে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি) এর ভেটেরিনারি অনুষদীয় "দরিদ্র শিক্ষার্থী বৃত্তি ফান্ড" হতে অত্র বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। ১৪ জুলাই ২০২৫, সোমবার দুপুর ১২.১৫ টায় ভেটেরিনারি অনুষদীয় মেডিসিন বিভাগের কনফারেন্স হলে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎসবিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক। এছাড়াও অত্র অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ভেটেরিনারি অনুষদের ডিন এবং দরিদ্র শিক্ষার্থী বৃত্তি ফান্ড পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো: বাহানুর রহমান এর সভাপতিত্বে ও প্রফেসর ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বৃত্তি ফান্ড কমিটির সদস্য প্রফেসর ড. ফরিদা ইয়াসমিন বারি। এছাড়াও বক্তব্য রাখেন প্রফেসর ড. মো: মকবুল হোসেন ও বিশেষ অতিথিদ্বয়। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ভেটেরিনারি অনুষদের শিক্ষকদের নিজস্ব অর্থায়নে গড়ে ওঠা এধরণের উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি এটাকে খুবই মহতী উদ্যোগ উল্লেখ করেন এবং ভবিষ্যতে অন্যান্য অনুষদেও ভেটেরিনারি অনুষদকে অনুসরণ করে এধরণের ছাত্র বৃত্তি চালু করবে এমন আশাবাদ ব্যক্ত করে। এছাড়াও বিভিন্ন জেলা সমিতি গুলোর পক্ষ থেকেও এমন সেবামূলক কর্মসূচীর প্রত্যাশা করেন। তিনি ভবিষ্যতে যে সকল ছাত্র-ছাত্রী একাডেমিক সেমিস্টারগুলোতে প্রথম হয় তাদেরকেও এধরণের বৃত্তির আওতায় এনে তাদের মাঝে লেখাপড়ার বিষয়ে অধিকতর মনোযোগ আকৃষ্ট করার পরামর্শ দেন। বিভিন্ন এলামনাই এসোসিয়েশন এর পক্ষ থেকেও এধরণের ছাত্র হিতৈষী কর্মসূচী চালু হবে- তিনি আশাবাদও ব্যক্ত করেন। ভেটেরিনারি অনুষদের এই কর্মসূচী ভবিষ্যতে অধিকতর বিস্তৃতি লাভ করবে বলে ভাইস-চ্যান্সেলর প্রত্যাশা ব্যাক্ত করেন।
উল্লেখ্য, ভেটেরিনারি অনুষদের 'দরিদ্র শিক্ষার্থী বৃত্তি ফান্ড' জুলাই-ডিসেম্বর/২৪ এর আওতায় ৩৩ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।