Deltin 7

Deltin 7

logo

Deltin 7 অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট (Deltin 7 Bangladesh)

 |   |  Phone Directory
 |   | 
বাকৃবিতে মৎস্য শিকার প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি) এর মাৎস্যবিজ্ঞান অনুষদের আওতাধীন মৎস্য খামারের তত্ত্বাবধানে ঈশা খাঁ হল সংলগ্ন লেকে (৩ নং পুকুর) আয়োজিত মৎস্য শিকার প্রতিযোগীতায় বিজয়ী মৎস্য শিকারীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৪ জুলাই ২০২৫, শুক্রবার বিকাল ৫.৩০ টায় 'ভ্রাতৃত্বের মোহনা' ঘাটে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক। মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার এর সভাপতিত্বে এবং মৎস্য খামারের সিনিয়র সায়েন্টিফিক অফিসার মোহাম্মদ আবু তাহের এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন মৎস্য খামার ইন-চার্জ প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান, প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম, নাজমুল আহসান হলের প্রভোস্ট প্রফেসর ড. কাজী কামরুল ইসলাম, শাহজালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. মো: বদিউজ্জামাল খান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাঃ তৌহিদুল ইসলামসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী এবং মৎস্য শিকারীবৃন্দ।
প্রধান অতিথি প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া অনেক দিন পর অত্যন্ত আনন্দঘন পরিবেশে সুন্দরভাবে মৎস্য শিকার প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় বাকৃবি মাৎস্য বিজ্ঞান অনুষদসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি আগামীতে প্রতিটি মৎস্য শিকারীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে টোকেন গিফট হিসেবে অন্তত একটি করে ক্যাপ (টুপি) প্রদানের নির্দেশনা দেন। তিনি এধরণের আয়োজন ভবিষ্যতে আরও সুন্দরভাবে সুনামের সাথে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ৩ জুলাই বিকাল ৩টা থেকে শুরু হয়ে ৪ জুলাই বিকাল পর্যন্ত সম্পন্ন হওয়া প্রতিযোগীতায় ৪২ জন মৎস্য শিকারীর মাঝে লটারির মাধ্যমে স্থান নির্ধারণ করা হয় প্রথম ৩ জনকে পুরস্কার প্রদান করা হয়।

Publish Date: 04 Jul, 2025